Saturday, December 23, 2017

ভুলেও নারকেল গাছ কাটবেন না! কারণটা জানলে চমকে উঠবেন

ভুলেও নারকেল গাছ কাটবেন না! কারণটা জানলে চমকে উঠবেন


নারকেল গাছ যথেষ্ট মূল্যবান! গোটা বছর ধরে এই গাছ আমাদের ফল দেয়। অনেকেই এই গাছের ফলন বিক্রি করে নানাভাবে অর্থনৈতিক দিক থেকে লাভবান হন।

শুধু তাই নয়, প্রাকৃতিক দিক থেকেও লাভবান হওয়া যায়। হঠাত করে দুর্যোগের সময়ে বাজ পড়লে তা এই গাছের উপর দিয়ে যায়।

ফলে মানুষের জীবন রক্ষা হয়। কিন্তু কোনওভাবে যদি এই গাছ কেটে ফেলা হয় তাহলে আদৌতে সমস্যার মুখে পড়তে হবে সাধারণ মানুষকেই।

কারণ একদিকে বাজ পড়লে মুহূর্তের মধ্যে জীবনহানী ঘটতে পারে। অন্যদিকে, এই গাছ কেটে ফেললে অর্থনৈতিকদিক থেকে সমস্যার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে।

No comments:

Post a Comment

Wikipedia

Search results

Popular Posts