Wednesday, December 27, 2017

বিশ্বের সবচেয়ে ছোট ফোন!




আগামী বছরে বাজারে দেখা মিলতে পারে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ফোনটির। ‘জ্যাংকো টিনি টি-১’ নামে প্রায় কয়েনের সমান ছোট মোবাইলটি বাজারে আনার জন্য কিকস্টার্টারে তহবিল সংগ্রহ করছে জ্যাংকো নামে একটি প্রতিষ্ঠান। তাদের দাবি, এটিই হবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মোবাইল ফোন। ওজন মাত্র ১৩ গ্রাম। উচ্চতা ৪৬ দশমিক ৭ মিলিমিটার আর প্রস্থে ২১ মিলিমিটার। ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনে রয়েছে দশমিক ৪৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। একটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এই ফোনে। সংরক্ষণ করা যাবে ৩০০ ফোন নম্বর। কল লিস্টে সংরক্ষণ থাকবে ৫০টি নম্বর। সংরক্ষণ রাখা যাবে ৫০টি এসএমএস। এতে থাকবে মিডিয়াটেক প্রসেসর। সঙ্গে ৩২ এমবি র‍্যাম ও ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। ২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে মিলবে ৩ দিনের স্ট্যান্ডবাই ও ৩ ঘণ্টার টকটাইম। ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গেও সংযুক্ত করা যাবে এই ফোন। ৫০ ইউরোর কমে এটি বাজারে পাওয়া যাবে। ইতিমধ্যে ফোনটি তৈরির জন্য তহবিল সংগ্রহ করে ফেলেছ প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: বিজিআর।

No comments:

Post a Comment

Wikipedia

Search results

Popular Posts