Saturday, December 23, 2017

সারা দেশে চলছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম



আজ সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে । সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বাচ্চাদের ভিটামিন এ খাওয়ানোর এই কার্যক্রম চলবে।
৬মাস থেকে ৫৯মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এক লাখ বিশ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে দুই কোটি একুশ লাখ শিশুকে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থাকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
স্থায়ী কেন্দ্র ছাড়াও বিশ হাজার অস্থায়ী কেন্দ্র এবং ফেরিঘাট, লঞ্চ ও বাস টার্মিনাল, রেলস্টেশন, বঙ্গবন্ধু সেতু, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতেও চলবে এই কার্যক্রম।
প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বাস্থ্যকর্মী এই টিকা খাওয়াবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠকর্মীদের পাশাপাশি বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা এতে অংশ নেবেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য মা, বাবা ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Wikipedia

Search results

Popular Posts