Saturday, December 23, 2017

ভেঙে গেল হাবিব-তিশার প্রেম

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে মাস কয়েক ধরেই দেখা যাচ্ছে না কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদকে। আর তাই গুঞ্জন চলছিল- তবে কী ভেঙে গেল হাবিব-তিশার প্রেমের সেই সম্পর্ক?





অবশেষে গুঞ্জনটা সত্য প্রমাণ করলেন খোদ তিশাই। সোমবার এক গণমাধ্যমে তিশা জানিয়েছেন তিন মাস যাবত হাবিবের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই তার। দেখা তো দূরের কথা, কথাও হচ্ছে না তাদের। তিন মাস ধরে সম্পর্ক না থাকলেও এতদিন বিষয়টি নিয়ে কথা বলেননি তিনি।

কিন্তু এত দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন? তানজিন তিশা বলেন, ‘অনেক আগেই আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে, এখনো প্রতি মুহূর্ত মিথ্যার সঙ্গে বসবাস করছি আমি। বন্ধু, পরিবার, আত্মীয়স্বজন, সহশিল্পী, এমনকি ভক্তদের কাছেও হাবিবের প্রসঙ্গ নিয়ে অপদস্থ হচ্ছি, বিব্রত হচ্ছি। তাই এখন বিষয়টি পরিষ্কার হওয়া দরকার বলে মনে করছি।’

ঐ গণমাধ্যমে তিনি জানিয়েছেন, হাবিবের দিকে তাকিয়ে তিনি হাবিবের প্রাক্তন স্ত্রীর করা সকল অপমান সহ্য করেছেন। হাবিব রেহানের কাছে থাকা তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিশাকে চুপ থাকতে বলেছিলেন। যার জন্য তিনি এতকিছু করেছিলেন, সেই হাবিব তাকে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু ঘরে-বাইরে নানা অপমান-অপদস্থ থেমে থাকেনি, ফলে এখন তিনি মুখ খুলেছেন।

চলতি বছরের শুরুর দিকে বিবাহবিচ্ছেদ হয়েছে হাবিব ও তার স্ত্রী রেহানের। পরবর্তীতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রেহান জানিয়েছিলেন, তানজিন তিশার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন হাবিব। যার জন্য তাদের সংসার ভেঙেছে।

এই বিষয়ে তিশা বলেন, হাবিব-রেহানের সংসার ভাঙার বিষয়টি তাদের ব্যক্তিগত। এই বিষয়ে নিশ্চয় হাবিব কথা বলে বিস্তারিত জানাবেন। হাবিবের মুখের দিকে চেয়ে আমি অনেক কথা বলতে পারিনি। বিষয়টি নিয়ে হাবিবের কাছ থেকেই বিস্তারিত জেনে নিন।



No comments:

Post a Comment

Wikipedia

Search results

Popular Posts