Saturday, December 23, 2017

অবশেষে ভেঙে গেল হাবিব-তিশার সম্পর্ক




বিনোদন রিপোর্ট: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল হাবিবের সঙ্গে মডেল-অভিনেত্রী তানজিন তিশার প্রেমের স¤পর্ক ভেঙে গেছে। অবশেষে বিষয়টি স্বীকার করেছেন তিশা। তিশা বলেছেন, হাবিবের সঙ্গে আমার এখন আর কোনো স¤পর্ক নেই। বেশ কিছু দিন ধরেই আমাদের মধ্যে কোনো যোগাযোগ হয় না। এই অভিনেত্রী বলেন, হাবিবের সঙ্গে স¤পর্কটি নিয়ে সবার কাছে আমাকে

নানাভাবে বিব্রত হতে হয়েছে। এদিকে চলতি বছরের শুরুর দিকে বিবাহবিচ্ছেদ হয় হাবিব ও তার স্ত্রী রেহানের। পরবর্তীতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রেহান জানিয়েছিলেন, তানজিন তিশার সঙ্গে প্রেমের স¤পর্কে জড়িয়েছেন হাবিব। যার জন্য তাদের সংসার ভেঙেছে। এ ব্যাপারে তিশা বলেন, হাবিব-রেহানের সংসার ভাঙার বিষয়টি তাদের ব্যক্তিগত। এই বিষয়ে নিশ্চয় হাবিব কথা বলে বিস্তারিত জানাবেন। হাবিবের মুখের দিকে চেয়ে আমি অনেক কথা বলতে পারিনি।

No comments:

Post a Comment

Wikipedia

Search results

Popular Posts