Saturday, December 23, 2017

ভেঙে গেল হাবিব তিশার প্রেমের সম্পর্ক

ভেঙে গেল হাবিব তিশার প্রেমের সম্পর্ক 


ভেঙে গেছে সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ ও মডেল অভিনেত্রী তানজিন তিশার প্রেমের সম্পর্ক।
এক বছর ব্যাপ্তির এই প্রণয়ের ইতি টানার কথা চ্যানেল টোয়েন্টিফোরের কাছে জানিয়েছেন তিশা নিজেই। তার দাবি, সম্পর্কের শুরুর মতো শেষটাও করেছেন হাবিব ওয়াহিদ। তাইতো চট্টগ্রামের মেয়ে রেহানের সাথে ৫ বছরের সংসার জীবনের ইতি টেনে মডেল তানজিন তিশার সাথে সম্পর্কে জড়ান হাবিব ওয়াহিদ। তবে প্রণয়টা রূপ নেয়নি পরিণয়ে। মাত্র এক বছরের মাথায় ভেঙে গেছে তাদের সম্পর্ক। কিন্তু কেন ??? হাবিবের দিক থেকে কোন উত্তর না মিললেও কথা বলেছেন তিশা। চ্যানেল টোয়েন্টিফোরের কাছে জানালেন, সম্পর্কের শুরু-শেষের গল্প।  
শিল্পীর সাথে মডেলের এই প্রণয় নিয়ে নানা সময় গুঞ্জন উঠলেও নিশ্চুপ ছিলেন দুজনেই। সে নিরবতার কারণও জানালেন তিশা। দুজনের মাঝে কি এমন হয়েছিলো যে অঙ্কুরেই নষ্ট হলো সম্পর্ক ??  তবে এখানেই দমে যেতে চান না তিশা। নতুন বছর নতুন করে শুরু করতে চান এই মডেল-অভিনেত্রী। 

No comments:

Post a Comment

Wikipedia

Search results

Popular Posts