দেখুন মানব শিশুর খামার। বিক্রির উদ্দেশ্যে উৎপাদন করা হচ্ছে মানবশিশুঃ এতদিন আপনি হয়ত গরু কিংবা মুরগির খামারের কথা শুনে থাকবেন। কিন্তু মানবশিশুর খামার হয়ত এই প্রথম শুনছেন। আপনি হয়ত বিষয়টা বিশ্বাসও করতে পারবেন না। কিন্তু অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য।
সম্প্রতি ভারতে সন্ধান মিলল এমনই এক মানবশিশু খামারের। যেখানে বিক্রির উদ্দেশ্যে মানবশিশু পালন করা হয়। ধনী নিঃসন্তান দম্পত্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হয় এসব শিশু। যদিও এটি আইনত বৈধ কোন কাজ নয়। অত্যন্ত গোপনীয়তার মাধ্যম এ কাজ করা হয়।
ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।
আরো পড়ুনঃ
স্ত্রী-সন্তান রেখে ফের কাকে বিয়ে করবেন অপূর্ব?
স্ত্রী-সন্তান রেখে ফের কাকে বিয়ে করবেন অপূর্ব?
জিয়াউল ফারুক অপূর্ব। টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা। চলতি বছর ‘বড় ছেলে’ নাটক দিয়ে বছরের শেষ অব্দি আলোচনায় আছেন তিনি। সম্প্রতি ‘কোন আলো লাগলো চোখে’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন এ তারকা।
রুম্মান রশীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। পারিবারিক ও কর্পোরেট গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এতে অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া, জারা মিতু ও কাজল সুবর্ণা।
নাটকটির গল্পে দেখা যাবে, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন অপূর্ব। মা তার জন্য কনে দেখছেন। মায়ের পছন্দেই অপূর্ব বিয়ে করবেন। মা কনে দেখে দেখে ক্লান্ত হওয়ার পর ছেলের কাছে জানতে চান তার কোনো পছন্দ আছে কিনা।
অপূর্বের পছন্দের কোনো মেয়ে না থাকলেও মা জানতে পারেন তার অফিসে অনেক মেয়ে সহকর্মী আছেন। তাদের মধ্য থেকেই তিনজন কলিগকে আলাদাভাবে বাসায় নিমন্ত্রণ জানান মা। তাদের সঙ্গে কথা বলেন। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গল্পটি সিরিয়াস মুডের নয়। কিছুটা ফানি টাইপের।
No comments:
Post a Comment