Saturday, December 23, 2017

৬ শ’ কোটি ডলারের বিনিময়ে প্রিন্স ওয়ালিদ বিন তালালের মুক্তি!

news-image



হাওলাদার জহিরুল ইসলাম: মার্কিন সংবাদপত্র ওয়াল ইস্ট্রীট জার্নাল বলছে, সৌদি আরবের ধনকুবের প্রিন্স ওয়ালিদ বিন তালালের মুক্তি পেতে হলে তাকে খরচ করতে হবে ৬ শত কোটি মার্কিন ডলার।

ওয়ালিদ বিন তালালের এক নিটত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তালাল নিজ মুক্তির জন্য সরকারের শর্ত মেনে ওই ডলার খরচ করতে সম্মত হয়েছেন।

উল্লেখ্য, গত মাসে ৬২ বছর বয়সী প্রিন্স ওয়ালিদ বিন তালাল শাহজাদা মুহাম্মাদ বিন সালমানের দুর্নীতি বিারোধি অভিযানে গ্রেফতার হন।তাকে বর্তমানে সৌদির রাজধানী রিয়াদস্থ রাজকীয় হোটেলে বন্দী করে রাখা হয়েছে।

আমেরিকার প্রতিবেদন অনুযায়ী ওয়ালিদ পৃথিবীর ৫৭তম ধনাঢ্য ব্যক্তি।

ডেইলি পাকিস্তান।

No comments:

Post a Comment

Wikipedia

Search results

Popular Posts